Monday, March 22, 2021

RULES OF SIMPLE JOINING

JOINING ( SIMPLE )

1. INFINITIVE (TO)
  = যখন প্রথম বাক্যের কর্মের উদ্যেশ্য দ্বিতীয় বাক্যে থাকে তখন ‘To’ দিয়ে যুক্ত করতে হয়।(প্রথম বাক্য + To + দ্বিতীয় বাক্যের ক্রিয়া থেকে বাকি অংশ )
 
EX: He went to Kalna. He wanted to buy toys.
ANS: He went to Kalna to buy toys..


2. PARTICIPLE (ING) = যখন দুটি বাক্যে পরপর দুটি কাজ বোঝায় তখন PARTICIPLE (ING) দিয়ে যুক্ত করতে হয়। ( যে বাক্যের কাজ আগে হবে সেই বাক্যের VERB এর সাথে ING বসিয়ে উত্তর শুরু হবে। ফুলস্টপ উঠে যাবে। দ্বিতীয় বাক্য মোটামুটি অপরিবর্তিত থাকবে। ) 

EX: He went to Kalna. He bought toys.
ANS: Going to Kalna, he bought toys.
 

3. GERUND (ING) = ক্রিয়ার সাথে ING যুক্ত হয়ে সেটি NOUN হিসাবে আচরণ করে। 

EX: She was walking. It was funny.
ANS: Her walking was funny.

4. NOUN/ PHRASE IN APPOSITION ( ,) = এই ক্ষেত্রে বাক্যের NOUN PHRASE পাশাপাশি বসে মাঝখানে ‘,’ বসিয়ে তাদের পরিচয় বোঝানো হয়। 

EX: Ram was a teacher. He gave me a pen.
ANS: Ram, a teacher, gave me a pen. 
 

5. NOMINATIVE ABSOLUTE (HAVING) = দুটি বাক্যের মধ্যে যখন ব্যকরনগত/ বিষয়গত মিল থাকে না। (HAVING + 1ST SUB + 1ST VERB-3 + 2ND SENTENCE) 
 
 EX: The sun rose. The fog disappeared.
ANS Having the sun risen, the fog disappeared.
 

No comments:

Post a Comment