An Introduction
by
Kamala Das
I don't know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I am Indian, very brown, born in Malabar,
I speak three languages, write in
Two, dream in one.
Don't write in English, they said, English is
Not your mother-tongue. Why not leave
Me alone, critics, friends, visiting cousins,
Every one of you? Why not let me speak in
Any language I like? The language I speak,
Becomes mine, its distortions, its queernesses
All mine, mine alone.
It is half English, halfIndian, funny perhaps, but it is honest,
It is as human as I am human, don't
You see? It voices my joys, my longings, my
Hopes, and it is useful to me as cawing
Is to crows or roaring to the lions, it
Is human speech, the speech of the mind that is
Here and not there, a mind that sees and hears and
Is aware. Not the deaf, blind speech
Of trees in storm or of monsoon clouds or of rain or the
Incoherent mutterings of the blazing
Funeral pyre. I was child, and later they
Told me I grew, for I became tall, my limbs
Swelled and one or two places sprouted hair.
WhenI asked for love, not knowing what else to ask
For, he drew a youth of sixteen into the
Bedroom and closed the door, He did not beat me
But my sad woman-body felt so beaten.
The weight of my breasts and womb crushed me.
I shrank Pitifully.
Then … I wore a shirt and my
Brother's trousers, cut my hair short and ignored
My womanliness. Dress in sarees, be girl
Be wife, they said. Be embroiderer, be cook,
Be a quarreller with servants. Fit in. Oh,
Belong, cried the categorizers. Don't sit
On walls or peep in through our lace-draped windows.
Be Amy, or be Kamala. Or, better
Still, be Madhavikutty. It is time to
Choose a name, a role. Don't play pretending games.
Don't play at schizophrenia or be a
Nympho. Don't cry embarrassingly loud when
Jilted in love …
I met a man, loved him. Call
Him not by any name, he is every man
Who wants. a woman, just as I am every
Woman who seeks love. In him . . . the hungry haste
Of rivers, in me . . . the oceans' tireless
Waiting. Who are you, I ask each and everyone,
The answer is, it is I. Anywhere and,
Everywhere, I see the one who calls himself I
In this world, he is tightly packed like the
Sword in its sheath. It is I who drink lonely
Drinks at twelve, midnight, in hotels of strange towns,
It is I who laugh, it is I who make love
And then, feel shame, it is I who lie dying
With a rattle in my throat. I am sinner,
I am saint. I am the beloved and the
Betrayed. I have no joys that are not yours, no
Aches which are not yours. I too call myself I.
BENGALI MEANING
একটি পরিচিতি
কমলা দাস
আমি রাজনীতি বুঝি না কিন্তু আমি নামগুলো জানি
যারা ক্ষমতায় থাকে এবং আমি নামগুলি বারবার বলতে পারি
যেমনভাবে আমি বলতে পারি সপ্তাহের দিনের নাম , মাসের নাম, একদম নেহেরু থেকে শুরু করে।
আমি একজন ভারতীয়, আমার গায়ের রং কালো, জন্মেছি মালাবারে
আমি কথা বলতে পারি তিন ভাষায়, লিখতে পারি
দুটি ভাষায় এবং স্বপ্ন দেখি একটি ভাষায়।
"একদম ইংরেজিতে লিখবে না", তারা বলল, "ইংরেজি
তোমার মাতৃভাষা না।" কেন
আমাকে একা থাকতে দিচ্ছ না, সমালোচক, বন্ধু, বেড়াতে আসা খুড়তুতো ভাই রা
তোমরা সবাই? কেন আমায় কথা বলতে দিচ্ছ না
যেকোনো ভাষায় যা আমার ভালো লাগে? যে ভাষায় আমি কথা বলি
সেই ভাষাই আমার ভাষা, এটির বিকৃতকরণ, এটির উদ্ভোটতা
সবই আমার শুধু আমার
আমার ভাষা অর্ধেকই ইংরেজি, অর্ধেক ভারতীয়, শুনতে হয়তো মজার, কিন্তু সেই ভাষা সৎ
এই ভাষা আমি যেমন মানুষ তেমনই,
তোমরা বুঝতে পারছ না? এই ভাষা প্রকাশ করে আমার আনন্দ আমার চাওয়া পাওয়া
আমার আশা এবং এই ভাষা আমার কাছে ততটাই প্রয়োজনীয়
যতটা কাকের ডাক কাকের কাছে এবং সিংহের গর্জন সিংহের কাছে প্রয়োজনীয়
আমার ভাষা মানুষের ভাষা, মনের ভাষা যা শুধু
আমার কাছেই আছে এবং অন্যত্র নেই, আমার মন দেখতে পাই শুনতে পায়
এবং সব ব্যাপারে সজাগ। আমার ভাষা বধির অন্ধ ভাষা না
ঝড়ের মধ্যে গাছের ভাষার মতো অথবা বর্ষার মেঘের মতো অথবা বৃষ্টির মত অথবা
অপ্রাসঙ্গিক মন্ত্র পাঠ এর মত
জ্বলন্ত চিতার পাশে। আমি ছোট ছিলাম এবং তারা
আমায় বলল আমি বড় হয়ে গেছি, কারণ আমি লম্বা হয়ে গেছি, আমার অঙ্গ গুলি
ফুলে উঠেছে এবং আমার দেহের দুই-একটি জায়গাতে চুলের উদ্ভব ঘটেছে
যখন আমি ভালোবাসা চাইলাম, না বুঝেই কি চাইতে হবে
যখন সে (স্বামী) ১৬ বছরের একজন তরুনীকে (লেখিকা)
নিয়ে গেল তার বেডরুমে এবং দরজা বন্ধ করে দিল, সে আমায় আঘাত করলো না
কিন্তু আমার দুঃখী নারী শরীর খুব আঘাত পেল
আমার বক্ষ এবং গর্ভের ভার আমাকে পিষে দিল
আমি করুণভাবে কুঁকড়ে গেলাম
তখন আমি ছেলেদের জামা পড়লাম এবং আমার
ভাইয়ের প্যান্ট পরলাম, চুলগুলো ছোট করে ছাটলাম এবং উপেক্ষা করলাম
আমার নারীসত্তা কে। "শাড়ি পরো, মেয়ে হও
স্ত্রী হও" তারা বলল "সেলাইয়ের কাজ শেখো, রাঁধুনি হও,
চাকরদের সাথে ঝগড়া করো। এতেই তোমাদের মানায়। ওহ
যা বলছি তাই হও" চিৎকার করে বললো বিভেদকারী রা।
"দেওয়ালের ওপর বসবে না অথবা পর্দা ঢাকা জানালা দিয়ে বাইরে তাকাবে না।
অ্যামি হও, অথবা কমলা হও। অথবা ভাল হয়
মাধবী কুট্টি হও ।এখন সময় হয়েছে
একটি নাম, চরিত্র বেছে নেওয়ার। খেলা করার ভান করো না
মানসিক রোগীর মত হয়ো না অথবা
যৌণ আবেদন ময়ী হইও না। চিৎকার করে অস্বস্তিকর ভাবে যে কান্না করো না
যখন তুমি ভালোবাসায় প্রতারিত হবে"
তারপর আমার সাথে পরিচয় হলো একজন পুরুষের, তাকে ভালো বাসলাম
তাকে নাম ধরে ডেকো না। সে প্রতিটি পুরুষের মতো
যে একজন মহিলাকে চায় আমার মত
যে মহিলা শুধু ভালোবাসা চায়, সেই পুরুষটির মধ্যে রয়েছে অসম্ভব যৌন ক্ষুধা
ঠিক যেন নদীর মত, আর আমার মধ্যে রয়েছে সমুদ্রের মতো ক্লান্তিহীন অপেক্ষা করার ধৈর্য
আমি প্রতিটি পুরুষ কে জিজ্ঞাসা করলাম "তুমি কে?"
উত্তর পেলাম "আমি হলাম আমি"। যেকোনো জায়গায়
এবং সর্বত্র আমি দেখি পুরুষদের যারা নিজেকে 'আমি' বলে পরিচয় দেয়
এই পৃথিবীতে প্রতিটি পুরুষ নিজেকে আঁটোসাঁটো ভাবে রক্ষা করে
ঠিক যেমন খাপের মধ্যে তরোয়াল থাকে। প্রতিটি পুরুষ হল সেই 'আমি' যে একা একা মদ্যপান করে
রাত্রি বারোটায় মদ্যপান করে, মাঝরাতে অচেনা শহরের হোটেলের রাত্রি কাটায়
প্রতিটি পুরুষ হল সেই 'আমি' যে জোরে জোরে হাসে, যে মেয়েদের সাথে যৌন সম্পর্ক করে
এবং তারপর তার জন্য লজ্জাবোধ করে এবং এটি হলো সেই পুরুষ যে মারা যায়
গলায় একটা ঢেলা নিয়ে। আমি হলাম পাপী
আবার আমি ই হলাম সাধু। আমি হলাম প্রেমিকা এবং আমি
বিশ্বাস ঘাতিত। আমার এমন কোনো আনন্দ নেই যা তোমার নেই
এমন কোনো যন্ত্রণা নেই যা তোমার নেই। তাই আমিও নিজেকে 'আমি' বলে ডাকতে শুরু করলাম।