Tuesday, August 3, 2021

ARTICLE AND ITS USES

Article

 

ইংরেজিতে a, an, the এই তিনটি শব্দ কে article বলে। কেউ কেউ এই শব্দগুলি কে নির্দেশক বা determiner বলেছেন আবার Nesfield এগুলিকে বিশেষণ বা Adjective বলেছেন।

 

Article এর প্রকারভেদ

Article দুই প্রকার-

 

1. Definite Article (The): কোন নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি কে বোঝানোর জন্য 'The' বসে। তাই এটিকে Definite Article বলে।

উদাহরণ: The Sun, The Ganges.

 

2. Indefinite Article (A, An): এই দুটি শব্দের দ্বারা নির্দিষ্ট কোন কিছুকে বোঝানো হয় না, সাধারণ বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয়। তাই এদের Indefinite Article বলে।

উদাহরণ: a book, a man.

 

 

 

 

RULES OF USES OF ‘A’ , ‘AN’

SL NO

USES OF A, AN

EXAMPLE

1

ব্যঞ্জনধ্বনি বা কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দের আগে A বসে

A man,

a goat,

a cat

2

স্বরধ্বনি বা Vowel দিয়ে শুরু হওয়া শব্দের আগে An বসে।

An apple,

an ice-box

3

স্বরধ্বনি বা ভাওয়েল দিয়ে শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি 'ইউ' বা 'ওয়া' -র মত হয় তখন A বসে। An বসে না।

A one-eyed man,

a unit

4

ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি স্বরধ্বনির মত হয় তাহলে তার আগে An বসবে।

An MLA,

An MA

5

শব্দের শুরুতে 'H' থাকলে এবং 'H' এর উচ্চারণ উহ্য থাকলে An বসবে।

An hour, an honest man

6

একবচন বা একটি সংখ্যা বোঝাতে A/An বসে

This is a man,

I saw a bird

7

পেশা বোঝাতে A/An বসে

He is a teacher.

Ram is an engineer

8

দাম , গতিঅনুপাত ইত্যাদি বোঝাতে A/An বসে

Rice sells at Rs 35 a kilo

He earns Rs 20000 a month

9

প্রতি বা Per বোঝাতে A/An বসে

He types 30 words a minute.

He drives car 50 miles an hour

10

জাতি, ধর্মের নাম বোঝাতে A/An বসে

He is a Muslim boy.

I am an Indian.

11

বিস্ময় বোঝাতে what  এর পর A/An বসে

What an idea!

What a beautiful sight it is!

12

Quite, many, rather, such ইত্যাদি শব্দের পর বিস্ময় বোঝাতে what এর পর A/An বসে

He is such an adorable boy.

Many a singer performed the song,

Quite a family party went there.

He is rather a good man.

13

Mr., Mrs, Miss এর আগে কখনো কখনো A বসে (যদি সেই ব্যক্তি অপরিচিত হয়)

A Miss. Sen,

A Mr. Barman.

14

Proper noun কে common noun হিসেবে ব্যবহার করার সময় A বসে

Today I met a Ram.

An Ujjal helped me.

15

Little, few, great ইত্যাদি শব্দ বা শব্দবন্ধের আগে A বসে

It is a great deal indeed.

A few girls attended the class.

 

16

কোন কিছুর মত বা কারোর মতো বোঝাতে A/An বসে

He is like an angel.

I want to be a footballer.

17

নির্দিষ্ট কোন বস্তু বা ব্যক্তি কে অনির্দিষ্ট বোঝাতে A/An বসে

He is a Rabindranath.

A Rabin came here.

18

Hundred, thousand, million dozen, billion ইত্যাদির আগে A বসে

 

He bought a dozen bananas.

A hundred thousand people came here.

19

কখনো A/An preposition হিসেবে ব্যবহার হয়

He went a hunting.

 

20

Noun in apposition এর আগে A/an বসে

Ram, a good boy, went there.

 

 

 

 

RULES OF USES OF ‘THE’

SL NO

USES OF ‘THE’

EXAMPLE

1

নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বোঝালে

Look at the tall boy.

2

আগে বলা হয়েছে এমন কিছু সম্বন্ধে বললে

I saw girl. Do you know the girl?

3

একবচন কর্তার দ্বারা সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝালে

The dog is a very helpful animal.

4

পৃথিবীতে যে জিনিস একটি আছে তার আগে the বসে

The sun rises in the east.

5

সুপারলেটিভ ডিগ্রির আগে the বসে

He is the best boy in the class.

বিশেষ কতগুলি প্রোপার নাউন-এর আগে the বসে

1

নদী

The Ganges, The Nile

2

সাগর

The Red Sea.

3

উপসাগর

The Bay of Bengal

4

মহাসাগর

The Indian ocean

5

মরুভূমি

The Sahara desert

6

পর্বতমালা

The Mountain Everest

7

কিছু দেশ

The USA, The UK

8

রাজ্য

The Punjab

9

রাজধানী

The Hague

10

দ্বীপপুঞ্জ

The Andamans

11

ধর্মগ্রন্থ

The Quran

12

মহাকাব্য

The Ramayana

13

সংবাদপত্র

The Statesman

14

জাতি, ধর্ম, সম্প্রদায়

The Hindu, The Indian

15

জাহাজ

The Titanic

16

ট্রেন

The Satabdi Express

17

বাদ্যযন্ত্র

He plays the piano

18

ঐতিহাসিক ঘটনা

The French Revolution

19

গুরুত্বপূর্ণ পদ

The CM

20

বিখ্যাত স্থাপত্য, স্মৃতিসৌধ, সেতুর নাম

The Tajmahal, The Howrah Bridge

21

Rank, কত তম বোঝাতে

He is the first boy.

He is the 10th Chief Minister.

22

কম্পারেটিভ ডিগ্রীর আগে কখনো কখনো adverb হিসেবে the বসানো হয়

The more, the better, the more you read, the more you get knowledge.

23

বিশেষ শ্রেণী বোঝাতে বিশেষণের আগে the বসে

The poor is helpful.

24

তুলনা বোঝাতে

He is the Sachin of our team

 

No comments:

Post a Comment