Tuesday, March 23, 2021

RULES OF TRANSFORMATION OF SENTENCE

TRANSFORMATION OF SENTENCE 



1. Too…to = So… that: ‘too’ এর স্থানে 'so' বসে, 'to' এর স্থানে 'that' বসে। That এরপরে Subject + cannot/ could not আনতে হবে। তারপর বাকি অংশঅপরিবর্তিত ভাবে বসবে। EX: He is too lazy to work. Ans: He is so lazy that he cannot work.


2. NOT ONLY..…BUT ALSO : দুটি বাক্যের একই অবস্থানে থাকা দুটি শব্দ বা শব্দ সমষ্টি কে জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহৃত হয়।(Rule: দুটি বাক্যের মধ্যে মিল অংশ টুকু লিখতে হবে। তারপর NOT ONLY লিখে প্রথম বাক্যের বাকি অংশ, BUT ALSO লিখে দ্বিতীয় বাক্যের বাকি অংশ লিখতে হবে) EX: He is wise. He is brave. Ans: He is not only wise but also brave.


3. BUT = HELP (OMIT ‘HELP’): বাক্যে অবস্থিত BUT এর পরিবর্তে Help হবে।এর পরে অবস্থিত verb এরসাথে -ingযুক্ত হবে।বাক্যের অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।EX: He cannot but weep. ANS: He cannot help weeping.


4. ONLY =NONE BUT/ NOTHING BUT:
বাক্যে ONLY এর স্থানে NONE BUT/ NOTHING BUT বসবে।বাকি অংশ অপরিবর্তিত থাকে। EX: Only he can do it. ANS: None but he can do it.


5. NEGATIVE TO AFFIRMATIVE: বাক্যে অবস্থিত NOT/ NEVER তুলতে হবে।যেকোনো একটি শব্দ কে বিপরীত করতে হবে। EX: He is not tall. ANS: He is short.


6. AFFIRMATIVE TO NEGATIVE: বাক্যে NOT/ NEVER আনতেহবে। যেকোনো একটি শব্দ কে বিপরীত করতে হবে। EX: He is tall. ANS: He is not short.


7. EXCLAMATORY TO ASSERTIVE: HOW, WHAT, ALAS, HURRAH ইত্যাদি থাকলে তার পরিবর্তে VERY, GREAT, IT IS SAD THAT বসে। বিস্ময় বোধক চিহ্ন উঠে ফুলস্টপ বসে। Rule: SUB + AUX + VERY/ GREAT/ IT IS SAD THAT + ADJECTIVE.


8. ASSERTIVE TO INTERROGATIVE: NOT না থাকলে আনতে হবে।NOT থাকলে তুলে দিতে হবে।NEVER থাকলে EVER লিখতে হবে। তদ্বিপরীত।(RULE: AUX + SUB+ প্রশ্নের বাকি অংশ?) EX: HE IS A TEACHER. ANS: IS NOT HE A TEACHER?


9. INTERROGATIVE TO ASSERTIVE: NOT না থাকলে আনতে হবে। NOT থাকলে তুলে দিতে হবে।NEVER থাকলে EVER লিখতে হবে।তদ্বিপরীত। (RULE: SUB + AUX + VERB+ OBJ ) EX: CAN HE DO THIS?, ANS: HE CAN NOT DO THIS.


10. INTERCHANGE OF PARTS OF SPEECH: এর নির্দিষ্টকোনো নিয়ম নেই।বাক্যটিকে ভালো ভাবে পড়ে, তার শব্দ গুলির রূপ এমন ভাবে পরিবর্তনকরতে হবে যাতে বাক্যের মূল অর্থ পরিবর্তন না হয়। EX: HE IS BEAUTIFUL (Noun) ANS: HE HAS BEAUTY.


11. AS SOON AS = NO SOONER HAD:
‘As soon as’ এর স্থানে ‘No sooner had’ বসবে। এর পর verb এর তৃতীয় রুপ বসবে। বাকি অংশ অপরিবর্তিত থাকবে।


No comments:

Post a Comment