Tuesday, March 23, 2021

Rules of Splitting.


SPLITTING

 

একটি বাক্যকে দুই বা তার বেশি বাক্যে  ভাঙ্গাকে SPLITTING বলে। ভাঙ্গা প্রতিটি বাক্য কে সরল বাক্য হতে হবে।প্রতিটি বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে এবং ক্রিয়াপদ যথাযথ রূপে লিখতে হবে। 

উদাহরন

1. Coming here, he went to the room.

🔰 He came here. He went to the room.

 

এই প্রশ্ন টি তে 'coming' হল non-finite verb এবং 'went' হল finite verb. স্প্লিট করার সময়, সবসময় non-finite verb কে finite verb-এ রূপান্তরিত করতে হবে এবং সঠিক Tense অনুযায়ী লিখতে হবে। যেমন- প্রশ্নের প্রথম অংশে Subject নেই তাই Subject (He) এনে non-finite verb 'coming' কে Tense অনুযায়ী 'came' লেখা হল।  

 

2. He stopped the bus to ride. 

🔰 He stopped the bus. He wanted to ride.

 

3. The bird, getting old, went to the hill.

🔰 The bird got old. It went to the hill.

 

No comments:

Post a Comment