Sunday, December 19, 2021

প্রাগৈতিহাসিক যুগ থেকে জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থান



১. প্রাচীন প্রস্তর যুগ সম্বন্ধে আলোচনা করো।

২. মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি লেখো।

৩. নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি লেখো।

৪. ভারতে তাম্র প্রস্তর সংস্কৃতির একটি বিবরণ দাও? কোন কোন অঞ্চলে এই সংস্কৃতির উদ্ভব লক্ষ্য করা যায় ? এই যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা, তাম্র সভ্যতা কখন কিভাবে ভারতে প্রসারলাভ করেছিল?

৫. হরপ্পা নগর পরিকল্পনা সম্বন্ধে লেখ।

৬. হরপ্পা সভ্যতা পতনের কারণ নির্ণয় করো।

৭. সিন্ধু সভ্যতার পতনে আবহাওয়া কতটা দায়ী ছিল?

৮. প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নির্ণয় করো।

৯. প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যের গুরুত্ব ও সমস্যাগুলি আলোচনা করো।

১০. শিলালিপি ও মুদ্রার গুরুত্ব নির্ণয় কর?

১১. প্রাচীন ভারতে জাতিভেদ প্রথার বিকাশ সম্বন্ধে একটি প্রবন্ধ লেখ।

১২. ঋকবৈদিক যুগের অর্থনৈতিক জীবন আলোচনা কর।

১৩. আর্যদের ধর্মজীবন সম্বন্ধে আলোচনা কর।

১৪. ঋকবেদের যুগে আর্যদের সামাজিক জীবনযাত্রা সম্বন্ধে লেখ?

১৫. পরবর্তী বৈদিক যুগের আর্থ-সামাজিক ব্যবস্থার কি কি পরিবর্তনমহয়েছিল?

১৬. বৈদিক যুগ থেকে গুপ্ত যুগ পর্যন্ত ভারতের নারীদের অবস্থা সম্পর্কে মন্তব্য কর।।

১৭. আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল?

১৮. জনপদ থেকে মহাজনপদ কেমন করে হল?

১৯. খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকের প্রতিবাদী আন্দোলনের কারণগুলি ব্যাখ্যা কর।

১২. বৌদ্ধ ধর্মের উত্থানের কারণগুলি লেখ ?

২১.বৌদ্ধ ধর্মকে কি তুমি প্রতিবাদী ধর্ম বলবে?

২২. জৈনধর্মের পটভূমি সহ মহাবীরের অবদান মূল্যায়ন কর?

২৩. প্রাচীন ভারতের শিল্প ও হস্ত শিল্পের বিকাশের ধারা বর্ণনা কর।

২৪. খৃষ্টপূর্ব ষষ্ঠ শতকের মগধ সাম্রাজ্যবাদের উত্থানের কারণ ব্যাখ্যা কর।

২৫.নন্দ রাজাদের ঐতিহাসিক কৃতিত্ব মূল্যায়ণ কর।

২৬. বিম্বিসার থেকে নন্দবংশ পর্যন্ত মগধের উত্থানের কারণগুলি লেখ? ।। অথবা।। মগধের সাম্রাজ্যবাদের উত্থানে বিম্বিসারের ভূমিকা বর্ণনা কর।


No comments:

Post a Comment